হিন্দু মুসলিম বৌদ্ধ খৃস্টান এই বাংলাদেশে বসবাসকারী আমাদের সবার একটাই পরিচয়। আমরা সবাই বাংলাদেশি এটাই বিএনপির আদর্শ।
১১ অক্টোবর (শুক্রবার) বিকেল চারটা হতে রাত সাড়ে আটটা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন কালে রোহিতপুর নাট মন্দিরের পুজামন্ডপে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি এই মন্তব্য করেন।
অমি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে সাড়া দেশের মতো কেরানীগঞ্জেও বিএনপির নেতাকর্মীরা পালাক্রমে আপনাদের নিরাপত্তা দিতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পাহারায় নিয়োজিত আছে । স্বৈরাচারমুক্ত দেশে আপনারা আনন্দ উত্সবের মধ্য দিয়ে দুর্গাপূজা পালন করুন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
পুজামন্ডপ পরিদর্শন শেষে তিনি প্রত্যেক মন্দির কমিটির কাছে অনুদান প্রদান করেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সহসভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলা যুব দলের যুগ্ন সম্পাদক মাসুদ রানা, কেরানীগঞ্জ মডেল উপজেলা জাসাস আহবায়ক শাফায়েত হোসেন, শাক্তা ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক নওশাদ আহমেদ প্রমুখ।