শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাহিদুল হাসান।
১১ অক্টোবর (শুক্রবার) বিকেলে কেরানীগঞ্জের ব্রাক্ষনকিত্তা বর্মন পাড়া এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরে তিনি রোহিতপুর পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির কাছে উপহার সামগ্রী তুলে দেন ঢাকা জেলার অতিরিক্ত ডিআইজি।
পূজা মন্ডপ পরিদর্শন শেষে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাহিদুল হাসান সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ঢাকা জেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূজাকে নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রতিটি পূজা মন্ডপের কমিটির সাথে আলোচনা করে কঠিন নিরাপত্তা বলয় তৈরি করেছি। তিনি আরো জানান, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুদীর্ঘ সম্পর্ক রয়েছে সেটি যেন বজায় থাকে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঈন, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান, ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ জাকির হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নৃপেন বর্মন ।