দলবাজ এবং দুর্নীতিবাজ’ বিচারপতিদের পদত্যাগ দাবি করে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচিতে সুপ্রিম কোর্টের আইনজীবীরা অংশ নিয়ে রাষ্ট্রের ভঙ্গুর অবস্থার জন্য দলবাদ ও দুর্নীতিবাজ বিচারপতিদের দায়ী করেন।
এর আগে পূর্বঘোষিত হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালনে দুপুর সাড়ে ১২টার দিকে আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শত শত শিক্ষার্থীর একটি মিছিল আসে। তারা অ্যানেক্স ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এসময় তারা বলেন, এই বিচারপতিরা আওয়ামী লীগের নির্দেশ ও ইচ্ছাকে আইনে পরিণত করেছেন। তাদের জন্যই এত রক্তপাত হয়েছে। তাদের জন্যই শেখ হাসিনা হাজারো ছাত্র-জনতাকে হত্যার সাহস পেয়েছেন। এত মানুষকে গুম, খুন ও হত্যার দায় এই বিচারপতিদেরও। তারা এই বিচারপতিদের স্বেচ্ছায় সরে যাওয়ার সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা তা করেননি। আওয়ামী ফ্যাসিস্টদের দোসর বিচারপতিরা পদত্যাগ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
কর্মসূচি চলাকালে আইনজীবীদের নানা স্লোগান দিতে দেখা যায়। তারা ‘আইনজীবী-জনতা, গড়ে তোলো একতা’, ‘দফা এক দাবি এক, দলবাজদের পদত্যাগ’, ‘ফ্যাসিস্টদের প্রেতাত্মারা, হুঁশিয়ার সাবধান’, ‘আবু সাঈদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘দফা এক দাবি এক, দুর্নীতিবাজদের পদত্যাগ’ এসব স্লোগান দেন।
এসমউ উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, অ্যাডভোকেট মো. জুয়েল মুন্সি সুমন, অ্যাডভোকেট মো. আল-আমীন, অ্যাডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার, মো. হাবিবুর রহমান, আছমা হোসেনসহ আরও অনেকে।