কেরানীগঞ্জ উপজেলায় কার্যরত হাউজিং কোম্পানিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষে কোম্পানি গুলোর প্রতিনিধিগনের সাথে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার এবং কেরানীগঞ্জ দক্ষিণ এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রিজুয়ান।
মতবিনিময় সভায় হাউজিং গুলোর প্রতিনিধিরা হাউজিং খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। কোম্পানীর প্রতিনিধিরা কেরানীগঞ্জের উন্নয়নে উপজেলা প্রশাসনের সাথে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার হাউজিং কোম্পানীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরেন। তাদের সরকারী খাসজমি, খাল বিল ভরাট না করার বিষয়ে নির্দেশ দেন এবং কেরানীগঞ্জের উন্নয়নে একসাথে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।