ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের মোল্লা বাজার- জাজিরা খেয়াঘাটের আগামী ৪ মাসের জন্য নতুন ইজারাদার নিয়োগ করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর প্রকাশ্য ডাকের মাধ্যমে এই খেয়াঘাটের ইজারা দেয়া হয়। উক্ত ডাকে ৩ জন ব্যক্তি অংশগ্রহণ করলেও ৭৬০০০/-টাকার সর্বোচ্চ ডাক দিয়ে মোঃ আক্তার হোসেন এই খেয়াঘাটের ইজারাদার হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়।
উক্ত দিনে কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের মাওলা খেয়াঘাট ও হযরতপুর ইউনিয়নের হযরতপুর খেয়াঘাটেরও প্রকাশ্য ডাকের মাধ্যমে ইজারাদার নিয়োগ করা হয়।
উল্লেখ্য গত ২৮ নভেম্বর একটি খেয়াঘাট ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে ইজারা গ্রহণে ইচ্ছুকদের জ্ঞাতার্থে উপজেলা প্রশাসন একটি স্থানীয় ও একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রথম ডাকের দিন প্রকাশ্য ডাকের মাধ্যমে এই খেয়াঘাটের ইজারাদার নিয়োগ করা হয়।