স্বৈরাচার সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
২৫ ডিসেম্বর (বুধবার) কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের নরন্ডী আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অমি বলেন, স্বৈরাচার সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। নিরীহ শিক্ষার্থীদের উপর
নির্বিচারে গুলি করে হত্যা করেছে। শিক্ষার্থীদের লাশে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ষোল বছর আন্দোলনের পর ৫ আগস্ট স্বৈরাচারের পতনের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আমাদের বাক স্বাধীনতা আর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি গণতন্ত্রের মা। তিনি গণতন্ত্রের জন্য কারাবরণ করেছেন। উনি অসুস্থ। আপনারা উনার জন্য দোয়া করবেন।
নরন্ডী আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ জাহিদ হোসেনের সভাপতিত্বে ও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহসভাপতি শামিম হাসান, দপ্তর সম্পাদক জানে আলম সুমন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি
হাজী দেলোয়ার হোসেন মাসুম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুন্ম আহবায়ক ওয়ালীউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, শাক্তা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নওশাদ আহমেদসহ স্কুলের প্রধান শিক্ষক, অভিভাবক, সহকারী শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।