ঢাকার কেরানীগঞ্জে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” শীর্ষক আলোচনা সভা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে শাক্তা ইউনিয়ন পরিষদ এবং সন্ধ্যায় আগানগর ইউনিয়ন পরিষদ এ কর্মশালার আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এবং শাক্তা ও আগানগর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ তাইবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মতো মিন্টু, আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আরসাদুর রহমান সপু,নয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ,কেরানীগঞ্জ প্রেসক্লাব দপ্তর সম্পাদক ইমরুল কায়েস, কোষাধ্যক্ষ শামসুল ইসলাম সনেট, ক্রিড়া সম্পাদক শিপন উদ্দিন, আগানগর ইউনিয়ন যুবদলের সভাপতি আরমান উল্লাহ ডাবলু ,মহিলা মেম্বার নাসিমা বেগম, ছাত্র প্রতিনিধি আদনান বকুল, সুমন খানসহ শিক্ষক,শিক্ষার্থী, উদ্যোক্তা, নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এসময় বক্তারা আগামীর নতুন বাংলাদেশ গড়ার অন্তরায় কি কি সমস্যা এবং এর সমাধান কি প্রতিনিধিদের কাছে তুলে ধরেন।