1. info@www.dainikamjonotarkhobor.com : দৈনিক আমজনতার খবর :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আমজনতার খবর" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে গেছি—কেরানীগঞ্জের উন্নয়নে সবার দরজা খোলা রেখেছি : ইউএনও রিনাত ফৌজিয়া কেরানীগঞ্জের আনোয়ার হোসেন এলজিইডির প্রধান প্রকৌশলী ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোন ক্ষমা নাই : আমান উল্লাহ আমান আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অনলাইন চাঁদাবাজির অভিযোগে ডিবির বিশেষ অভিযানে ৩ প্রতারক গ্রেপ্তার। কেরানীগঞ্জে পচা নারীভুঁড়ি দিয়ে আফ্রিকান মাগুর চাষ, ইব্রাহীমের ২ বছরের কারাদণ্ড ১৬ বছরে উন্নয়ন নয়, শুধু নাম বদলেছে : কেরানীগঞ্জে সমাবেশে আমান উল্লাহ আমান কেরানীগঞ্জে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কেরানীগঞ্জে ডিসি কাপ জয়ী ফুটবল দলকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার্থী সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা

কেরানীগঞ্জে স্কুলছাত্রী লুবনা মনি অপহরণ ঘটনায় ভিক্টিমের পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় সপ্তম শ্রেণির ছাত্রী লুবনা মনি (১৪) অপহরণের ঘটনায় তার পরিবার সংবাদ সম্মেলন করেছে। গত ৩ ফেব্রুয়ারি দুপুরে বাড়ির সামনে থেকে সিএনজি করে তাকে জোরপূর্বক অপহরণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা মানসুরা।
লুবনার মা জানান, তার স্বামী একজন প্রবাসী এবং লুবনা তার একমাত্র মেয়ে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী যুবক রাকিব (২০) লুবনাকে উত্ত্যক্ত করছিল। বিষয়টি রাকিবের বাবা দুলাল (৫৫) ও মা হাসিনাকে (৪৫) জানানো হলে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় আসামিরা প্রকাশ্যে হুমকি দেয় যে, তারা লুবনাকে যেকোনো উপায়ে অপহরণ করবে।
পরবর্তীতে এই ঘটনা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জানানো হলে, ৪ সেপ্টেম্বর ২০২৪ সালে উভয়পক্ষের মধ্যে আপোষ-মীমাংসা হয়। তবে সেই আপোষ লঙ্ঘন করে রাকিব ও তার পরিবারের সদস্যরা একাধিক ব্যক্তির সহায়তায় লুবনাকে অপহরণ করে।

অপহরণের পরপরই পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে এবং ৬ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। তবে মামলার প্রধান আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করেছে পরিবার।
লুবনার মা দাবি করেন, সাংবাদিক পরিচয়ধারী শেখ ফরিদের সহায়তায় আসামিরা পুলিশি গ্রেফতার এড়িয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমরা থানায় একাধিকবার গিয়েছি, কিন্তু পুলিশ নানা অজুহাতে আসামিদের ধরছে না। আমার মেয়েকে উদ্ধারের জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি তারা।”

কেরানীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লুবনার মা-বাবা, মামা রিপনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত অপহৃত লুবনা মনিকে উদ্ধার ও রাকিবসহ অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।
লুবনার মা মানসুরা বলেন, “আমি একজন অসহায় মা। আমার মেয়েকে বখাটেরা অপহরণ করেছে, অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি, আমার মেয়েকে ফিরিয়ে দিন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন।”
কেরাণীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, আসামীদের গ্রেপ্তার ও ভিক্টিমকে উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© দৈনিক আমজনতার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট