“তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। রবিবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া। এরপর উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়ার সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তারা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ জনগণ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, “গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে ভোটাধিকার প্রয়োগের বিকল্প নেই। প্রত্যেক নাগরিকের দায়িত্ব সঠিক প্রার্থী বেছে নিতে ভোটকেন্দ্রে যাওয়া।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া বলেন, “নির্বাচন কমিশনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উদযাপনের মূল লক্ষ্য হলো নাগরিকদের ভোটের প্রতি আগ্রহী করা এবং বিশেষ করে তরুণদের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার বিষয়ে সচেতনতা তৈরি করা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা মো. তাইবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা মহয়া শারমিন মুনমুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা তাদের বক্তব্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, “ভোট হলো গণতন্ত্রের মূল হাতিয়ার। সঠিকভাবে ভোট দিলে তবেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। তাই প্রত্যেক ভোটারকে সঠিক প্রার্থী বেছে নিতে হবে।”
স্থানীয় জনগণও অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য জানার আগ্রহ দেখা গেছে।
উল্লেখ্য, ভোটাধিকার নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২ মার্চ থেকে জাতীয় ভোটার দিবস উদযাপন শুরু হয়। এবছর সপ্তমবারের মতো দিবসটি উদযাপিত হলো।
এ উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) ২০২৪ সালে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার। এর মধ্যে:
•পুরুষ ভোটার: ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন
•নারী ভোটার: ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন
•হিজড়া ভোটার: ৯৩২ জন