কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২৪ মে (শনিবার) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক রিনাত ফৌজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এ সময় যেসব শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়, সেগুলো হলো:
* পীয়ারলেস ইয়ুথ ক্লাব
* আগানগর দুরন্ত ক্রিকেট একাডেমি
* ধলেশ্বর ইয়ুথ ক্লাব
* ভাষানচর কেন্দ্রীয় সমাজ কল্যাণ যুব সংঘ
* কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ
* উদয়ন যুবশক্তি, শুভাঢ্যা
* ইস্পাহানি উচ্চ বিদ্যালয়
* নেকরোজবাগ সমাজ কল্যাণ একাডেমি
* পশ্চিম পরিষদ সমাজ কল্যাণ একাডেমি
* বরিশুর আঞ্চলিক উন্নয়ন সমিতি
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন,শুধু শিক্ষায় নয়, খেলাধুলাতেও তরুণরা এগিয়ে যাবে—এই প্রত্যাশা থেকেই আমরা এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করছি। আগামী দিনে কেরানীগঞ্জের ক্রীড়া ক্ষেত্রে নেতৃত্ব দেবে এখানকার যুব সমাজ।
তিনি আরও বলেন,শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা ও সমাজকল্যাণমূলক ক্লাবগুলোর পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে।
ক্রীড়া সামগ্রী পাওয়া একাধিক ক্লাব প্রতিনিধি জানিয়েছেন, তারা প্রশাসনের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়েছেন। পীয়ারলেস ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নেয়ামত উল্লাহ চৌধুরী সায়মন বলেন,ছোট ছোট ক্লাবগুলো অনেক সময় সামগ্রী সংকটে পড়ে। এই সহায়তা আমাদের অনেক কাজে আসবে।
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের এ উদ্যোগ কেবল খেলাধুলার উপকরণ বিতরণ নয়, বরং তরুণ সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অনুধাবন করে প্রশাসনের এই ধারাবাহিকতা বজায় থাকলে, ভবিষ্যতে কেরানীগঞ্জ থেকে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ উঠে আসার সম্ভাবনা উজ্জ্বল।