“সবুজে গড়ে উঠুক আগামী প্রজন্ম”—এই বার্তাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের এক হাজার চারা বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল ও কলেজের শত শত শিক্ষার্থীর হাতে চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু প্রকৃতির সাথেই নয়, দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
চারা বিতরণ অনুষ্ঠানে ইউএনও রিনাত ফৌজিয়া বলেন,সবুজে গড়ে উঠুক আগামী প্রজন্ম—এই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ করুক এবং সেটা যেন তার নিজের মতো করে লালন করে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন বলেন, আজকের শিক্ষার্থীই আগামী দিনের কর্ণধার। পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে হলে তাদেরকেই এগিয়ে আসতে হবে। এই চারা তাদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে আমরা সেই শুভ সূচনা করছি।
চারা হাতে পাওয়া শিক্ষার্থীদের চোখেমুখে ছিল উৎসাহ আর আনন্দ। তারা জানায়, গাছ লাগিয়ে তারা পরিবেশের প্রতি দায়িত্ব পালন করতে চায় এবং এই কর্মসূচি তাদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে।
এ উদ্যোগকে ঘিরে কেরানীগঞ্জে এক ধরনের আশাবাদ তৈরি হয়েছে। সচেতন নাগরিকদের আশা, এই সবুজ আন্দোলন ছড়িয়ে পড়বে ঘরে ঘরে, স্কুলে স্কুলে—সবুজে গড়ে উঠবে আগামী প্রজন্ম।