কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি ও দলের একজন পরীক্ষিত নেতা মনির হোসেন মিনু আর নেই (ইন্না লিল্লাহি… রাজিউন)। ২৫ জুলাই (শুক্রবার)দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর খবরে কেরানীগঞ্জ বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ এলাকার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
রাত ৯টায় মরহুমের নিজ গ্রামের বাড়ি আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক স্থানীয় জনতা অংশগ্রহণ করেন।
জানাজার আগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন,
মনির হোসেন মিনু কেরানীগঞ্জ বিএনপির পরীক্ষিত ও ত্যাগী নেতা ছিলেন। দলের প্রতি তাঁর নিষ্ঠা, ত্যাগ ও অবদান চিরদিন অম্লান থাকবে।
তিনি আরো জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জানাজায় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন ফারুকী, কৃষিবিদ মোসলেহ উদ্দিন ফারুকীসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মনির হোসেন মিনু কেরানীগঞ্জে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে কেরানীগঞ্জ বিএনপি হারাল এক প্রবীণ সংগঠক ও দক্ষ নেতৃত্ব।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।