ঢাকা জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ধামরাই উপজেলা ৪-০ গোলে দোহার উপজেলাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে । ফাইনালে ধামরাইয়ের প্রতিপক্ষ হবে ইতোমধ্যে সাভার উপজেলাকে হারিয়ে আসা কেরানীগঞ্জ উপজেলা।
সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ২৭ জুলাই (রবিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে, এবং ম্যাচটি চলে ৭০ মিনিট। ধামরাইয়ের দল মাঠে নেমেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় এবং চারটি দৃষ্টিনন্দন গোল করে জয় নিশ্চিত করে।
ধামরাই উপজেলার ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় রুবেল হোসেন ছিলেন পুরো ম্যাচের নায়ক। অসাধারণ ড্রিবল, পাস এবং একটি জোড়া গোল করে তিনি ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
এর আগে প্রথম সেমিফাইনালে কেরানীগঞ্জ উপজেলা ২-০ গোলে সাভার উপজেলাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
২৯ জুলাই মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল।
এই টুর্নামেন্টের মাধ্যমে ঢাকার উপজেলাগুলোতে খেলাধুলার জোয়ার বইতে শুরু করেছে। খেলার উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক রিনাত ফৌজিয়া।
তিনি বলেন, এই আয়োজন শুধু খেলাধুলাই নয়, যুব সমাজকে সৃজনশীলতার পথে ফেরানোর কার্যকর উপায়। খেলাধুলা মানেই জীবনচর্চার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং বহু সাধারণ দর্শক।