কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত) এর মামলায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জিনজিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ রমজান আলী মেম্বার (৪৭) কে গ্রেপ্তার করেছে। রবিবার (০৩ আগস্ট) সকাল ৯টায় বন্দ ডাকপাড়া এলাকা থেকে তাকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু। তিনি জানান, কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রমজান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে নাশকতা কর্মকাণ্ডে অর্থায়ন করতেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রমজান আলীর মা ছিলেন স্থানীয়ভাবে পরিচিত একজন কাজের বুয়া। সেই সাধারণ পরিবার থেকেই আওয়ামী লীগের ছত্রছায়ায় রাজনৈতিক পদ-পদবি অর্জন করে অল্প সময়ের মধ্যেই তিনি কেরানীগঞ্জের জিনজিরা বন্দ ডাকপাড়া এলাকার প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন।
প্রথমবার সাধারণ ভোটে ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হলেও পরবর্তীতে প্রতিবারই প্রতিদ্বন্দ্বীদের ভয়ভীতি ও পেশিশক্তির মাধ্যমে সরিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলী গোলচত্তর ও বন্দ ডাকপাড়া এলাকায় রমজান আলীর অনুমতি ছাড়া কেউ বাড়ি নির্মাণের জন্য ইট-বালু কিনতে পারত না। তার সিন্ডিকেট ছাড়া অন্য কারও কাছ থেকে নির্মাণসামগ্রী নিলে কাজ বন্ধ করে দেওয়া হতো।
শুধু তাই নয়, শহিদুল, সুমন ও নুরে আলম নামের ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে তিনি মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিশাল নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতেন।
### প্রভাবশালী মহলের তল্পিবাহক
আটক রমজান আলী সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপু এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। স্থানীয়দের দাবি, তাদের অবৈধ ক্ষমতার ছত্রছায়ায় তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এবং প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে অর্থের যোগানদাতা ছিলেন।
বহিরাগত হয়েও রমজান আলী অবৈধ সিন্ডিকেট ব্যবসা, মাদক ও চাঁদাবাজির মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন।
তার গ্রেপ্তারের খবরে বন্দ ডাকপাড়া ও আশপাশের এলাকায় স্বস্তির সঞ্চার হয়েছে। সচেতন মহল মনে করছে, এই গ্রেপ্তার কেরানীগঞ্জের আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।