কেরানীগঞ্জে আয়োজিত একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষা ও চিকিৎসাসেবা পেয়েছেন ৬ শতাধিক মানুষ। মঙ্গলবার (৫ আগস্ট) জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব ও আয়েশা হাসপাতাল এর যৌথ উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে ৬টি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। এছাড়া, অংশগ্রহণকারীরা ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগও পান। স্থানীয় স্বাস্থ্যসচেতন মানুষদের মধ্যে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে।
আয়েশা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৈয়ব হোসেন জানান, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিষ্ঠাকাল থেকেই আমরা বিভিন্ন স্থানে ফ্রি ক্যাম্প করে আসছি৷এছাড়াও বিভিন্ন পরিক্ষায় ছাড়সহ দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দিয়ে আসছি।
কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের নির্বাহী ও প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাত হোসেন জানান, মানবতার কল্যাণে স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে আমরা মানুষের মাঝে সচেতনতা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দিতে চাই। কেরানীগঞ্জকে একটি স্বাস্থ্য সচেতন ও মানবিক উপজেলায় পরিণত করার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও জানান, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ২০ হাজারের অধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা, ৬-৭ হাজার মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেছে। পাশাপাশি প্রতি বছর ২৫০০–৩০০০ ব্যাগ রক্ত সরাসরি রোগীদের সরবরাহ করা হচ্ছে।
সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্থানীয় মানুষের ব্যাপক সহযোগিতায় ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।