গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি। পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ মোঃ শামীম উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহিন, কোষাধ্যক্ষ শামসুল ইসলাম সনেট, দফতর সম্পাদক মোঃ ইমরুল কায়েস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোঃ সাইদ, মোঃ আরিফ এবং প্রচার সম্পাদক রানা আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা শুধু একজন সংবাদকর্মীর প্রাণহানি নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। সাম্প্রতিক সময়ে সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতন, হত্যা ও হুমকির ঘটনা বেড়ে চলেছে, যা মুক্ত সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি।
তারা সরকারের কাছে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন ও কার্যকর প্রয়োগের দাবি জানান। একই সঙ্গে নিহত তুহিনের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকার ও গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও সতর্ক করে বলেন, সাংবাদিকদের উপর আক্রমণ গণতন্ত্রের কণ্ঠরোধের সমান। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার থাকতে হবে।