তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে (ডিসি কাপ) চ্যাম্পিয়ন হওয়া কেরানীগঞ্জ উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কামাল ওয়েসিস রিসোর্টে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জয়ী খেলোয়াড়দের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক রিনাত ফৌজিয়া। তিনি বলেন, কেরানীগঞ্জের তরুণরা খেলাধুলায় এগিয়ে যাচ্ছে—এটাই আমাদের গর্ব। খেলোয়াড়দের এই সাফল্য প্রমাণ করে, সুযোগ পেলে তারাও জাতীয় পর্যায়ে অবদান রাখতে সক্ষম।
সংবর্ধনা পেয়ে খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। দলীয় কোচ বলেন, উপজেলা প্রশাসনের এ স্বীকৃতি আমাদের অনুপ্রেরণা জোগাবে। আগামীতে আরও ভালো খেলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ক্রীড়া প্রতিভা বিকাশের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে নতুন নতুন খেলোয়াড় গড়ে তোলা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা মনে করছেন, এই সংবর্ধনা শুধু খেলোয়াড়দের স্বীকৃতি নয়, বরং কেরানীগঞ্জে খেলাধুলা নিয়ে নতুন এক উদ্দীপনার সঞ্চার করবে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এমন উদ্যোগ আরও বাড়ানোর আহ্বান জানান তারা।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে কেরানীগঞ্জের খেলোয়াড়রা প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় পর্যায়ে নিজেদের সাফল্যের পতাকা উড়াবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল লতিফ, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আমান উল্লাহ ও জীবন বিশ্বাস। এছাড়াও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।