বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোন ক্ষমা নাই। ষোল বছরের লড়াই-সংগ্রামের পর তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণেই শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। যে দল বা ব্যক্তি ফ্যাসিবাদী আচরণ করবে, জনগণ তাদেরও বিদায় করে দেবে।
২৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া মোড়ে ইউনিয়ন বিএনপির নতুন কার্যালয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায় তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান আরও বলেন, বিগত সরকার জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছিল, নেতাকর্মীদের ওপর হামলা-মামলায় জীবন দুর্বিষহ করে তুলেছিল, বাক স্বাধীনতা কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছিল। অন্তবর্তীকালীন সরকার প্রধান ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হবে—আপনাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। মানুষের ঘরে ঘরে যান, চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সালাম পৌঁছে দিন, ধানের শীষে ভোট চাইতে হবে।
সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, আমান উল্লাহ আমান নেতা তৈরির কারিগর। নব্বইয়ে স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়ার পাশে থেকে নেতৃত্ব দিয়ে তিনি স্বৈরাচারকে বিদায় করেছিলেন। নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যাচাই করতে হবে—আওয়ামী লীগ যেন কোনোভাবেই বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে।
সভায় বক্তারা দলীয় ঐক্যের ওপর জোর দেন এবং নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠ পর্যায়ের সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানান।
কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, নতুন সদস্য সংগ্রহ কমিটির টিম প্রধান গোলাম মাওলা শাহীন, সদস্য মুসফিকুর রহমান লেনিন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, সাবেক উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদ রানা, আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন ফারুকী, কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের দায়িত্ব প্রাপ্ত নেতা হাজী সাইফুল ইসলাম প্রমুখ।