ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়ার কৃতি সন্তান মোঃ আনোয়ার হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্বে) পদে দায়িত্ব পেয়েছেন। তিনি এর আগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সুপার ব্রিজ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৬৬ সালের ২৬ অক্টোবর ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের নোন্দেরটেক, মুন্সি নোয়াদ্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোঃ আনোয়ার হোসেন। তার পিতা ছিলেন মৃত আবুল কাশেম এবং মাতা সুরাইয়া বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয় সন্তান। ছাত্রজীবনে ছিলেন অত্যন্ত মেধাবী। ১৯৮১ সালে কলাতিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে উচ্চতর শিক্ষার জন্য ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হন। বুয়েট থেকে প্রকৌশল শিক্ষা সমাপ্ত করে তিনি কর্মজীবনে প্রবেশ করেন।
দীর্ঘ কর্মজীবনে আনোয়ার হোসেন নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে সুপার ব্রিজ প্রকল্পের পরিচালক থাকা অবস্থায় ১৯ জুন ২০২৫ থেকে অদ্যাবধি তিনি পল্লী অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা (RIDM), পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM), প্রকিউরমেন্ট অডিট নিয়ন্ত্রণ এবং (CRelIC) প্রকল্পের পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। তার কর্মদক্ষতা, সততা ও নেতৃত্বের গুণাবলির কারণে তাকে এলজিইডির প্রধান প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে বলে সহকর্মীদের অভিমত।
ব্যক্তিজীবনে আনোয়ার হোসেন অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও মার্জিত আচরণের মাধ্যমে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সঙ্গে সবসময় পেশাগত সৌহার্দ্য বজায় রেখেছেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।
তার পদায়নের খবর জানাজানি হওয়ার পর কেরানীগঞ্জসহ সারাদেশের প্রকৌশল অঙ্গনে আনন্দের সঞ্চার হয়েছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী সবাই তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
কেরানীগঞ্জের কলাতিয়ার কৃতি সন্তান হিসেবে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব পাওয়ায় এলাকাবাসী গর্ব অনুভব করছে। তারা আশা প্রকাশ করেছেন—তার সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মোঃ আনোয়ার হোসেন।