কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার যোগদানের এক বছর পূর্তি উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর (বুধবার) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে গত এক বছরে ইউএনও রিনাত ফৌজিয়ার নেতৃত্বে বাস্তবায়িত নানা উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিও প্রদর্শন করা হয়। আলোচনায় বক্তারা পরিবর্তিত পরিস্থিতিতে এমপি ও উপজেলা চেয়ারম্যান ছাড়াই প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের সাফল্যের জন্য ইউএনওর ভূয়সী প্রশংসা করেন।
বক্তব্য রাখেন—কেরানীগঞ্জ মডেল এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন, কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লাহ মস্তান, নয়াবাজার কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, কেরানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ ইমরুল কায়েস, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইমরান হোসেন, উপজেলা সমন্বয়কারী জাবেদ হোসেন এবং পিয়ারলেস ইয়ুথ ক্লাব সভাপতি সায়মন চৌধুরী প্রমুখ।
ইউএনও রিনাত ফৌজিয়া বলেন,
“কেরানীগঞ্জ দেশের অন্যতম বৃহৎ উপজেলা। এখানে কাজ করা যেমন গর্বের, তেমনি চ্যালেঞ্জিংও। প্রতি কিলোমিটারে ১০ হাজার মানুষ বসবাস করে—এটি পৌরসভা হওয়ার যোগ্য এলাকা। গত এক বছরে খেয়াঘাট ও হাটবাজার উন্মুক্ত নিলামে রেকর্ড রাজস্ব আদায়, আইনশৃঙ্খলা উন্নয়ন, ই-টেন্ডারের মাধ্যমে অবকাঠামো নির্মাণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, নদীর তীর ও সরকারি জমি উদ্ধার, বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজাল পণ্য উৎপাদন বন্ধ করতে পেরেছি।
এগুলো সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতার কারণেই। আগামী দিনগুলোতেও আপনাদের এই সমর্থন চাই।”
অনুষ্ঠানের শেষে ইউএনও রিনাত ফৌজিয়ার যোগদানের বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।