1. info@www.dainikamjonotarkhobor.com : দৈনিক আমজনতার খবর :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আমজনতার খবর" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সবুজ আগামীর প্রত্যাশায় কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে এক হাজার চারা বিতরণ অপহরণ, হুমকি ও প্রতারণার বিরুদ্ধে কেরানীগঞ্জে সংবাদ সম্মেলন কেরানীগঞ্জের মেয়েদের স্বাস্থ্য সচেতনতায় ইউএনও রিনাত ফৌজিয়ার ব্যতিক্রমী দৃষ্টান্ত কেরানীগঞ্জে কাব কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত কেরানীগঞ্জে ক্রিকেট কার্নিভাল: চ্যাম্পিয়ন বুড়িগঙ্গা টিম কেরানীগঞ্জে কোরবানির হাটে ‘ফ্রিজ উৎসব’, এনসিপির উদ্যোগে জমজমাট আয়োজন টোকিওতে গুগল ম্যাপস সম্মেলনে কেরানীগঞ্জের মাহাবুব হাসানসহ পাঁচ বাংলাদেশি প্রতিনিধি বেইলী রোডে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও ৩৪ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মুর্তি উদ্ধার, আটক ৪ কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ কেরানীগঞ্জে মেয়ের চল্লিশার আয়োজনে ঘরে ফিরলো বাবার নিথর দেহ

টোকিওতে গুগল ম্যাপস সম্মেলনে কেরানীগঞ্জের মাহাবুব হাসানসহ পাঁচ বাংলাদেশি প্রতিনিধি

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে


জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য গুগল লোকাল গাইডসের আন্তর্জাতিক সম্মেলন “কানেক্ট লাইভ ২০২৫”-এ আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের পাঁচজন অভিজ্ঞ গুগল ম্যাপস কন্ট্রিবিউটর। পাঁচ বছর পর আবারও সরাসরি আয়োজন করা এই সম্মেলনে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কেরানীগঞ্জের প্রযুক্তি উদ্যোক্তা ও লোকাল গাইডস বাংলাদেশ কমিউনিটির প্রতিষ্ঠাতা মাহাবুব হাসানসহ আরও চারজন গাইড।

আগামী ২৪ ও ২৫ জুলাই টোকিওর গুগল অফিসে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিশ্বের ১৯টি দেশ থেকে নির্বাচিত প্রায় ৫০ জন লোকাল গাইড অংশ নিচ্ছেন। গুগলের ম্যাপিং প্ল্যাটফর্মে স্বেচ্ছাশ্রমভিত্তিক অবদানের জন্য আমন্ত্রিত পাঁচ বাংলাদেশি হলেন—গুগল ম্যাপস রোড মেকার রিজিওনাল লিড ও বাংলাদেশ লোকাল গাইডস মডারেটর মাহাবুব হাসান, রোড ম্যাপিং এক্সপার্ট বিশ্বজিৎ চক্রবর্ত্তী, কানেক্ট মডারেটর মো. শফিউল বাশার, লোকাল গাইড শাহ মো. সুলতান ও শাকিল আখতার খান।

২০১৯ সালের পর এ ধরনের সম্মেলন আর আয়োজিত হয়নি। কোভিড-১৯ মহামারির কারণে সম্মেলন বন্ধ ছিল দীর্ঘদিন। এবছর তিনটি ভিন্ন ভিন্ন ভেন্যুতে সম্মেলনটি পুনরায় শুরু হয়েছে, যার মধ্যে টোকিও একটি গুরুত্বপূর্ণ পর্ব। এর আগে নিউইয়র্কে প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ৮ ও ৯ মে।

মাহাবুব হাসান বলেন, “এই সম্মেলন শুধু প্রযুক্তি শেয়ারিং নয়, বরং দেশের জন্য গর্বের বিষয়। বাংলাদেশের ম্যাপিং সংক্রান্ত বাস্তব চ্যালেঞ্জ ও সম্ভাবনা আমরা গুগলের সংশ্লিষ্ট টিমের সামনে তুলে ধরব।”

বিশ্বজিৎ চক্রবর্ত্তী জানান, “গত পাঁচ বছরে আমি বাংলাদেশসহ ১২টি দেশে ২০ হাজারের বেশি রাস্তা গুগল ম্যাপে যুক্ত করেছি। সম্মেলনে অংশ নিয়ে যেসব প্রযুক্তিগত প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো সরাসরি তুলে ধরতে পারব বলে আশা করছি।”

মো. শফিউল বাশার বলেন, “আমি কানেক্ট ফোরামে বাংলাদেশের একমাত্র মডারেটর হিসেবে কাজ করছি। বিশেষ করে অ্যাক্সেসিবিলিটি ইস্যু নিয়ে কাজ করছি, যা বর্তমানে গুগলের অগ্রাধিকার পাওয়া একটি ক্ষেত্র।”

বাংলাদেশের লোকাল গাইডরা নিয়মিতভাবে দেশের দুর্গম অঞ্চলসহ নগর এলাকায় ম্যাপ সংশোধন, নতুন রাস্তা ও স্থাপনা যুক্ত করা, ভুল তথ্য ঠিক করা এবং অ্যাক্সেসিবল স্থান চিহ্নিতকরণে কাজ করছেন। ফলে গুগল ম্যাপস ব্যবহারকারীদের জন্য বাংলাদেশের ম্যাপ দিনদিন আরও নির্ভরযোগ্য হয়ে উঠছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ শুধু গুগল ম্যাপে বাংলাদেশের অবস্থানকে তুলে ধরছে না, বরং বিশ্বের সামনে দেশের প্রযুক্তিবান্ধব তরুণ সমাজের দক্ষতাও তুলে ধরছে।

এই সম্মেলনকে কেন্দ্র করে গুগল নতুন ফিচার ও প্রযুক্তি উন্মোচন করবে বলে জানা গেছে, যা ভবিষ্যতে গুগল ম্যাপস ব্যবহারে অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। বাংলাদেশের প্রতিনিধি দল সেই পরিবর্তনের অংশ হতে পেরে গর্বিত বলেও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© দৈনিক আমজনতার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট