ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (২৩ জুন) বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কাব কার্নিভাল-২০২৫। গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে কেরানীগঞ্জ উপজেলা স্কাউট শাখা এ আয়োজন করে।
বিকেল ৩টায় শুরু হওয়া এ আয়োজনে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট নির্বাহী কমিটির সভাপতি রিনাত ফৌজিয়া।
কাব কার্নিভালে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক কাব স্কাউট সদস্য অংশ নেয়। তারা দলগত কুচকাওয়াজ, স্বাস্থ্য সচেতনতামূলক পরিবেশনা, গান ও কবিতা আবৃত্তিসহ নানা সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ করে।
সভাপতির বক্তব্যে ইউএনও রিনাত ফৌজিয়া বলেন,
স্কাউটিং-এর মাধ্যমে শিশুদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের বীজ বপন হয়। এ ধরনের আয়োজন শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বলেন,
শিক্ষার্থীদের শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, মাঠে-ময়দানে নানা ধরনের কার্যক্রমের মাধ্যমে তাদের সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া কাব স্কাউটরা উচ্ছ্বসিতভাবে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। তারা জানায়, একসাথে বিভিন্ন বিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে শেখার এবং খেলাধুলার সুযোগ তাদের জন্য ছিল দারুণ এক অভিজ্ঞতা।
অভিভাবক ও স্থানীয় শিক্ষকরা বলেন, এমন আয়োজনে শিশুদের আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা বাড়ে। তারা নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী দলগুলোকে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি শেষ হয় জাতীয় সংগীতের মাধ্যমে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা ও আগানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক তাইবুর রহমান, উপজেলা স্কাউট লিডার মিজানুর রহমান এবং উপজেলা স্কাউট কমিটির অন্যান্য সদস্যরা।