ঢাকার কেরানীগঞ্জে ভাড়াটিয়ার বিরুদ্ধে ভাড়া নেওয়া দোকান জবরদখলের চেষ্টার অভিযোগ তুলেছেন স্থানীয় মোঃ তাজিম উদ্দিন।
সোমবার (১৫ সেপ্টেম্বর)বিকেলে উপজেলার পাঁচদোনা মালকাদির মাস্টার গ্রামে নিজ ভাড়াকৃত বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
তাজিম উদ্দিন অভিযোগ করেন, তার দোকানের ভাড়াটিয়া রফিকুল ইসলাম গত ১১ সেপ্টেম্বর রাতে পরিকল্পিতভাবে দোকানের সামনে রাস্তার ময়লা-আবর্জনা এনে রাখে, দোকানের সিসি ক্যামেরা নিজে বন্ধ করে একটি গাড়িতে আগুন লাগিয়ে সাজানো নাটক তৈরি করে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করে তাকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করে।
তিনি জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ভাড়া প্রদান না করলেও বর্তমানে দোকান ও সম্পত্তির মালিকানা দাবি করছে। দোকানের ভাড়াটিয়া চুক্তির বৈধতা নিয়ে আদালতে মামলা করলেও আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে। এরপরও নিজের প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে রাস্তায় ফেলে আগুন দিয়ে নাটক সাজিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনকি ১ কোটি ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির দাবিও করছে, যা তাজিম উদ্দিনের দাবি অনুযায়ী সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।
তাজিম উদ্দিন আরও বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে তার দৃষ্টিহীন বাবা নাজিম উদ্দিনকেও অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় অভিযুক্ত করা হয়েছে। অথচ তিনি অন্যের সহায়তা ছাড়া হাঁটাচলাও করতে পারেন না।
তিনি অভিযোগ করেন, রফিকুল ইসলাম প্রায় ৭-৮ বছর ধরে ভাড়া প্রদান করেননি। তবুও ভাড়াটিয়া হয়েও এখন সম্পত্তির মালিকানা দাবি করছে। স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও রফিকুল তা মানেনি। বরং প্রভাব খাটিয়ে দখল বজায় রাখছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ ঘটনায় তিনি গত ১১ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এছাড়া পূর্বে করা জিডির ভিত্তিতে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে রফিকুল ইসলাম গ্রেপ্তারও হয়। বর্তমানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এই বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, উভয় পক্ষের দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।